মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু মানুষ লুট করবে আর সবাই আঙুল চুষবে, তা হবে না: গয়েশ্বর

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিছু মানুষ লুট করবে আর সবাই আঙুল চুষবে, তা হবে না: গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের দুই থেকে তিন শতাংশ লুটেরা লুটপাট করে খাবে আর ৯৮ শতাংশ সাধারণ মানুষ কষ্ট করবে, বসে বসে এখানে আঙুল চুষবে- এটা হবে না।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের ২০ থেকে ৫০ জন পুলিশ হয়তো টাকা পাচার করেছে। এখন তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন? চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন? সিদ্ধান্ত আপনাদের।’

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের ওপর কৈফিয়ত চায়। প্রকৃত ধর্ম ও ধার্মিক ব্যক্তিরা কখনো মৌলবাদী ও জঙ্গিবাদী হতে পারে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘অনেক অত্যাচার করেছেন। আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণ সকল অবিচারের বিরুদ্ধে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘এই সরকার সারাবিশ্বের কাছে গণধিকৃত সরকার হিসেবে পরিচিত। এরা দেশে বাকশাল কায়েম করেছে। এ থেকে জাতিকে মুক্তি করলে হলে প্রয়োজন একদফার আন্দোলন, সরকার পতনের আন্দোলন।’

মহানগর বিএনপি নেতা মজিবর রহমান মজুর সভাপতিত্বে আবুল খায়ের লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মহানগর ছাত্রদল নেতা খালিদ হাসান জ্যাকি প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com