
রাজনীতি ডেস্ক | শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট | 218 বার পঠিত | পড়ুন মিনিটে
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের (শায়খে চরমোনাই) ওপর হামলার বিচার চেয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, খুলনা, বাগেরহাট, মাগুরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, রংপুর, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুরে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করেন তাঁরা।
গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমসহ দলটির নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় জড়ো হন ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী। মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশ থেকে সিইসির পদত্যাগ দাবি করেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুফতি ফয়জুল করিমের ওপর হামলা ও রক্তপাতের ঘটনা প্রমাণ করে, এই সিইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।
খুলনা নগরীর নিউমার্কেট বায়তুন নূর চত্বরে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, তিনি কি ইন্তেকাল করেছেন– শায়খে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য সিইসির দায়িত্বের সঙ্গে বেমানান।
বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সিইসি তামাশা করছেন। তাঁকে পদত্যাগ করতে হবে।
সিলেট নগরীর আম্বরখানায় সমাবেশে দলটির নেতারা বলেন, ইসির অসহায়ত্ব আবারও প্রমাণ করেছে, তারা ব্যর্থ। রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে দলটির কয়েকশ নেতাকর্মী অংশ নেন। তাঁরা ফয়জুল করিম ও নেতাকর্মীর ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। এ ছাড়া লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩
nykagoj.com | Stuff Reporter