শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খনির কাজে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   335 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খনির কাজে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম

ফাইভ-জি+এআইয়ের সমন্বয়ে সম্প্রতি খনির কাজের জন্য বিশেষ অপারেটিং সিস্টেম (ওএস) এনেছে হুয়াওয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মাইনহারমোনি ওএস নামের এ সমন্বিত অপারেটিং সিস্টেম খনির কাজে সংশ্নিষ্ট ডিভাইসে ব্যবহার হবে। ইতোমধ্যে হুয়াওয়ে ও চায়না এনার্জি ইনভেস্টমেন্ট করপোরেশনের যৌথ উদ্যোগে ১৩টি খনি ও একটি কয়লা শোধনাগারে মাইনহারমোনি ওএস সংবলিত ৩ হাজার ৩০০টি যন্ত্র স্থাপন করা হয়েছে। অপারেটিং সিস্টেমটি ডিভাইসগুলোর স্মার্ট নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সাইটের স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ এবং অনলাইনে আপগ্রেড করার মতো নানা উদ্ভাবনী কার্যক্রম সমন্বয় করবে।

হুয়াওয়ে দাবি করেছে, নতুন এ ওএসভিত্তিক ডিভাইসের মাধ্যমে একদিনের কাজ মাত্র ৪ মিনিটে করা যাবে। এরই মধ্যে নতুন প্রজন্মের এ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস মঙ্গোলিয়ার উলানমুলুন খনির পুরোটা জুড়ে স্থাপন করা হয়েছে। হুয়াওয়ে বাংলাদেশ কার্যালয় সূত্র জানায়, ইন্ডাস্ট্রিয়াল আইওটি ওএস (ইন্টারনেট অব থিংস অপারেটিং সিস্টেম) হিসেবে মাইনহারমোনি বিভিন্ন ডিভাইসের মধ্যে প্রটোকল স্থাপনের পাশাপাশি ফাইভ-জি+এআই ভিডিও স্ট্রেচিং প্রযুক্তির সাহায্যে খনির দূরবর্তী মেশিনগুলোকেও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। ফলে খনির ভূগর্ভের কার্যক্রম এখন অফিসে বসেই দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com