শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাকরি হারাচ্ছেন মেটা’র ১১ হাজার কর্মী, জাকারবার্গের দু:খপ্রকাশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   344 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরি হারাচ্ছেন মেটা’র ১১ হাজার কর্মী, জাকারবার্গের দু:খপ্রকাশ

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বিশ্বব্যাপী তাদের ৮৭ হাজার কর্মীর মধ্য থেকে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এর মানে কোম্পানিটির ১৩ শতাংশ কর্মী এ যাত্রায় চাকরি হারাতে যাচ্ছেন। সূত্র: বিবিসি

কোভিড মহামারির সময় ব্যবসাবৃদ্ধির হিসাব মাথায় রেখে দীর্ঘ মেয়াদে যতটা আয়ের চিন্তা করে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল, তেমন ফলাফল না আসায় ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বিপুল পরিমাণ কর্মীর চাকরিচূতির সিদ্ধান্তের কারণে দু:খপ্রকাশ করেছেন জাকারবার্গ। এক বিবৃতিতে তিনি বলেন, মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তন এনেছি। আমি জানি, এটা সবার জন্যই কঠিন, বিশেষ করে যারা ভুক্তভোগী হবেন।’

কোভিডকালের ব্যবসাবৃদ্ধি প্রসঙ্গে মার্ক জাকারবার্গ বলেন, ‘অনেকেই বলেছিলেন এই ব্যবসার প্রসার স্থায়ী হবে। আমিও তাই মনে করেছিলাম এবং আমাদের বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দেখলাম, এটি ভুল। এজন্য পুরো দায় আমি নিচ্ছি।’

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার পর অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন এলন মাস্ক। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসছে।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com