বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যানসমওয়্যার হুমকি বাড়ছে

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   120 বার পঠিত   |   পড়ুন মিনিটে

র‌্যানসমওয়্যার হুমকি বাড়ছে

হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায়ে র‌্যানসমওয়্যার হামলা বাড়ছে। এ ধরনের হামলার মাধ্যমে কম্পিউটার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর ওই ডিভাইসে সংরক্ষিত ডাটা ফেরত দিতে অর্থ দাবি করা হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস গত বৃহস্পতিবার তাদের চলতি বছরের ‘থ্রেট রিপোর্ট’ প্রকাশ করেছে। এ রিপোর্টে বলা হয়েছে, সাইবার হুমকি কীভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে। প্রতিবেদনে র‌্যানসমওয়্যার হামলার মাধ্যমে চাঁদাবাজির নতুন কৌশল বিষয়ে জানানো হয়। প্রতিবেদন মতে, ‘র‌্যানসমওয়্যার অ্যাস-এ-সার্ভিস’ হিসেবে অর্থনীতিতে আবির্ভূত হয়েছে। এখন ২০২২ সালে এসে এই ‘পরিষেবা হিসেবে’ মডেলটি প্রসারিত হয়েছে এবং ক্রমেই বাড়ছে।

বর্তমানে সাইবার অপরাধ বিক্রেতারা কেবল তাদের পরিষেবার বিজ্ঞাপনই দিচ্ছে না বরং স্বতন্ত্র দক্ষতাসম্পন্ন আক্রমণকারীদের চাকরিতে নিয়োগের অফারও করছে। সাইবার ক্রাইম অবকাঠামো যেমন বিস্তৃত হয়েছে, তেমনি করে র‌্যানসমওয়্যারও হ্যাকারদের কাছে লাভজনক হয়ে উঠেছে। গত এক বছরে র‌্যানসমওয়্যার হামলাকারীরা উইন্ডোজ ছাড়া অন্য প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে তাদের সম্ভাব্য আক্রমণ বাড়াতে কাজ করছে। এমনকি এসব ক্ষেত্রে তাদের যেন শনাক্ত করা না যায় সে জন্য রাস্ট এবং গো-এর মতো নতুন ভাষাগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করেছে।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com