মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি, গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   158 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি, গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীন নির্বাচনসহ ১৪ দফা দাবিতে ঢাকা দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময়ে জোটের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমন কর্মসূচি দেওয়া হবে যখন সরকারের আর কথা বলার সুযোগ থাকবে না। তারা সেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। পদযাত্রাটি পল্টন মোড় হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক গিয়ে শেষ হয়। আগামী ২৮ মে ঢাকার মালিবাগ রেলগেইট থেকে বাড্ডা পর্যন্ত পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। এরপর আগামী ৪-৭ জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে রোড মার্চ করবে তারা।

নিষেধাজ্ঞা নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেই নিষেধাজ্ঞা আসে নাই, যেই নিষেধাজ্ঞার কথা আমেরিকা বলে নাই, তার কথা সরকার প্রচার করছে কেন? কারণ একটাই। দেশে তাদের পায়ের নিচে মাটি নাই, মানুষ পক্ষে নাই। আন্তর্জাতিক যারা ছিলো তারা সবাই একেক করে বলেছে- হয় ভালো নির্বাচন দাও, না হলে আমরা আমাদের কাজ করব। সেই প্রেক্ষিতে শেখ হাসিনা ও তার সরকার মনে করেছে, যেতে যখন হবেই তখন একটা বাহানা তৈরি করি।’

মান্না বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ ভাঙতে হবে তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে। সেই সরকার দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করবে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পায়।’

তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেন, এ সরকারতো যেতে চায় না। তারা যাতে যায় সেই ব্যবস্থা করার জন্যই এই পদযাত্রা, সেই ব্যবস্থা করার ন্যেই রোডমার্চ, সেই ব্যবস্থা করার জন্যই আরও বৃহত্তর কঠোর কর্মসূচি দেবো এবং সবাই মিলে দেবো।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ ১৭ কোটি মানুষ কেউ আর এই সরকারকে দেখতে চায় না। সেজন্য বলেছি, সোজা পথে হাঁটেন, সেরাতুল মোস্তাকিম ধরেন। কীভাবে পদত্যাগ করবেন ঠিক করেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে নাকি তারা প্রতিরোধ করবেন। কিন্তু তাদের লড়াইটা জনগণের অধিকার আদায়ের লড়াই। এই লড়াইকে নাকি তাদের প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে, এটাই তার প্রমাণ। এটা হচ্ছে পতনের আগ মুহূর্তে লম্ফঝম্প।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় সমাবেশে বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com