রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করে ‘স্থায়ী শান্তি’র আহ্বান বিশ্বনেতাদের

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২০ মে ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করে ‘স্থায়ী শান্তি’র আহ্বান বিশ্বনেতাদের

জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করে ‘স্থায়ী শান্তি’র আহ্বান জানিয়েছেন। তারা ইউক্রেনে রাশিয়ার এ হামলাকে ‘নিষ্ঠুর যুদ্ধ’ আখ্যায়িত করে নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করেন। খবর দ্য গার্ডিয়ানের

এক বিবৃতিতে বিশ্বনেতারা এ স্থায়ী শান্তির আহ্বান জানান। এছাড়া ইউক্রেনকে আর্থিক, মানবিক এবং সাময়িক সহায়তা প্রদানের জন্য বিবেচনা করতে বলেন।

এদিকে জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘ইউক্রেনে চলমান এ যুদ্ধ শুধু অর্থনীতি কিংবা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার ইস্যু।’

তিনি বলেন, ‘বিশ্ব এখন যেসব সংকটে, তার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ। আমি এটাকে শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট মনে করছি না। আমার মতে, এটা মানবতার বিষয়ও। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ভারত সরকার এবং আমি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব।’

Facebook Comments Box

Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com