রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   263 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৫৩

মিয়ানমারের পাজিগি শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবারের এই হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

যে শহরে হামলা চালানো হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল-জাজিরার প্রতিবেদক জানান, বাসিন্দারা একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এই বিমান হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একজন উদ্ধারকারী জানান, সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।

মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন। হত্যাকাণ্ডটি ভয়ংকর ছিল বলে তিনি উল্লেখ করেন। নিহতরা বেসামরিক লোক ছিল বলে এবং স্থানটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে ছিল।

এ ঘটনায় মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়ার যায়নি।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com