সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লিটন ও সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   216 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিটন ও সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল এবং এনামুল হক।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনেনয়ন ফরম সংগ্রহণ করেন তারা।

এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস তালুকদার, মহানগরের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এ সময় বরিশাল জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খায়রুজ্জামান লিটনই কেবল উপযুক্ত ব্যক্তি। রাজশাহী মহানগর, জেলা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী লিটন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। উন্নয়নের স্বার্থেই নগরবাসী খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।

রোববার সকাল থেকে মনেনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১২ এপ্রিল বুধবার বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com