শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হারানো বুলেট খুঁজতে পুরো শহরে লকডাউন!

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হারানো বুলেট খুঁজতে পুরো শহরে লকডাউন!

সামরিক বাহিনীর ৬৫৩টি বুলেট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই হারানো বুলেট খুঁজতে স্থানীয় প্রশাসন লকডাউন দেয় পুরো শহরে। বুলেট উদ্ধারের আগপর্যন্ত টানা কয়েক দিন লকডাউনে প্রায় অবরুদ্ধ কাটাতে হয় শহরবাসীকে।

এমন অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য অনুয়ায়ী, শহরটিতে প্রায় দুই লাখ মানুষের বসবাস। উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন শহর কর্তৃপক্ষকে বড় পরিসরে তল্লাশি কার্যক্রম চালানোর নির্দেশ দেন।

স্থানীয় এক বাসিন্দার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হারানো বুলেট উদ্ধারের আগপর্যন্ত টানা লকডাউন চলেছে।

তবে শেষ পর্যন্ত হারানো বুলেটগুলো কখন ও কীভাবে উদ্ধার করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

শহরটিতে সামরিক বাহিনীর সদস্যদের স্থানান্তরের প্রক্রিয়াটি গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল, চলেছে গত ১০ মার্চ পর্যন্ত। এর মধ্যে ৭ মার্চ বুলেট হারানোর ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বিস্তারিত তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com