
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 337 বার পঠিত | পড়ুন মিনিটে
আন্দোলন সফল করতে প্রয়োজনে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের শপথ পড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। বুধবার রাজধানীর ভাটারায় দলীয় সভায় নেতাকর্মীদের তিনি এ শপথ পাঠ করান। মহানগর উত্তর বিএনপির ভাটারা, উত্তরা পূর্ব ও পশ্চিম এবং বিমানবন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
আমান উল্লাহ আমান বলেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া কোনো দিন ফয়সালা হয়নি।
মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম, চেয়ারম্যান আতাউর রহমান, এ জি এম সামসুল হক, সাবেক যুবনেতা জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান, মহানগরের সদস্য আব্দুস সালাম সরকার, এবিএম এ রাজ্জাক, আফাজ উদ্দিন, কাউন্সিলর আলী আকবর, ভাটারা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বিমানবন্দর থানা বিএনপির দেলোয়ার হোসেন দিলু প্রমুখ বক্তব্য দেন।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
nykagoj.com | Stuff Reporter