বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে: সাইফুল হক

রাজনীতি ডেস্ক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, বর্তমানে বাজারে গেলে সরকার নামে দেশে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে মনে হয় না। যেভাবে একের পর এক ভবনে বিস্ফোরণ হচ্ছে, ঠিক একইভাবে ভোটবিহীন এ অবৈধ সরকারের বিরুদ্ধেও যেকোনো সময়ে গণবিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) মিলয়নায়তনে বাংলাদেশ কংগ্রেসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কংগ্রেস উচ্চ আদালতের নির্দেশে ২০১৯ সালের ৯ মে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে তেমন কোনো পরিবর্তন আসেনি। অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দলটির চেয়ারম্যান ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সাইফুল হক বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির ফলে গোটা দেশ এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার আবারও নানা কায়দায় ২০১৮ সালের মতো আরেকটি জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা করছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, গত ৫২ বছরে বাংলাদেশ লুটেরাদের রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় আগামী দিনের যেকোনো ধরনের লড়াই সংগ্রামের জন্যও প্রস্তুত থাকতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটির (ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাপ (মোজাফফর)’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

২০১৩ সালের ৪ মার্চ প্রতিষ্ঠিত বাংলাদেশ কংগ্রেস উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধন প্রাপ্তির পর দলটি নিজস্ব প্রতীক ডাব নিয়ে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচনে অংশ নেয়। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন জোটভুক্ত হয়ে বা এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় দলটি।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com