বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা

ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ার পর ফিলিপাইনের উপকূলীয় গ্রামে কয়েক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

গত সপ্তাহে এমটি প্রিন্সেস ইম্প্রেস নামে একটি জাহাজ ৮ লাখ লিটার শিল্প জ্বালানি তেল নিয়ে ওরিয়েন্টাল মিন্ডোরো প্রদেশের উপকূলে ডুবে যায়। সেই জ্বালানি তেল আশেপাশের জেলেপাড়ার তীরে পৌঁছায়। এতে সৈকতে কালো লেপের আস্তরণ পড়ে। খবর বিবিসির

সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, তাদের বমি বমি ভাব এবং মাথা ঘোরা দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পোলা গ্রামের পরিচ্ছন্নতাকর্মীরাও অসুস্থ বোধ করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের বাষ্পের কারণে বমি বমি ভাব এবং মাথা ঘোরার কারণ হতে পারে। এছাড়া জ্বালানি তেলের সংস্পর্শে চুলকানি এবং ফোস্কা দেখা দিতে পারে।

ফিলিপাইনের সরকার সেখানকার ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির জন্য একটি বিপর্যয় ঘোষণা করেছে এবং তেলের আস্তরণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সেখানে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে এই নিষেধাজ্ঞার ফলে সেখানকার স্থানীয়দের জীবন-জীবিকার ওপর ব্যাপক প্রভাব পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০টি গ্রামের প্রায় ১৮ হাজার জেলেকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com