শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা

পঞ্চগড়ে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার তিনি এক বিবৃতিতে এ ধরনের বিরোধ-সংঘাতের জন্য ক্ষমতাসীন সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতাই দায়ী বলে অভিযোগ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকে সম্প্রীতি বহুকাল থেকেই বিরাজমান। আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার এবং ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসকগোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে, যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশলমাত্র। দেশ ও দেশের বাইরের সকল গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে।

গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com