শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্র নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি: আ স ম রব

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   247 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাষ্ট্র নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের অদক্ষতা, তথ্য ও উপাত্ত নিয়ে স্ববিরোধিতা কার্যত বিরূপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলছে। রাষ্ট্র এখন নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি।’ আজ সোমবার ৭ নভেম্বর ‘সিপাহী গণভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেএসডি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মত যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশিদারিত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি কর্তব্য।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com