রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার এফএটিএফ’র সদস্যপদ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়ার এফএটিএফ’র সদস্যপদ বাতিল

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের এক বছর পূর্তিতে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) রাশিয়ার সদস্যপদ বাতিল করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়াকে ‘গ্রে লিস্ট বা ধূসর তালিকা’য় যুক্ত করেছে।

এ বিষয়ে বৈশ্বিক আর্থিক তদারকি সংস্থা বলেছে, রাশিয়ান ফেডারেশনের পদক্ষেপগুলো অগ্রহণযোগ্যভাবে এফএটিএফ মূল নীতির বিপরীতে চলে।

প্রতিষ্ঠানটি জানায়, মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন রোধে মান বাস্তবায়নের জন্য বিশেষ যাচাই-বাছাইয়ের অধীনে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াকে ‘ধূসর তালিকা’য় যুক্ত করা হয়েছে।

জানা যায়, এফএটিএফ’র গ্রে লিস্টে যুক্ত হওয়া একটি দেশের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে। এফএটিএফ কোনও দেশকে ‘কালো তালিকা’য় ঢোকানোর আগে দু’টি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। একটি ‘ধূসর’। অন্যটি ‘আরও বেশি ধূসর’। এই দু’টি তালিকাভুক্ত করে এফএটিএফ-এর তরফে সংশ্লিষ্ট দেশকে দু’বার হুঁশিয়ারি দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com