রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২১ ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২১ ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালেয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিএনপির মহাসচিব জানান, আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করা হবে। সারাদেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে।

মির্জা ফখরুল বলেন, এই দিনের অন্যতম স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের দিনে আমাদের শপথ- দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা।

এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা নগর দুই কমিটি নেতৃবৃন্দ ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যনী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন, রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com