রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে’ শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে’ শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা

‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে শিক্ষা অধিকার চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, নাসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, আবুল কালাম আজাদ সুমন, মোহাম্মদ শাফি, রিয়াদ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, তিতুমীর কলেজ সভাপতি আরিফ এমদাদ, কবি নজরুল কলেজ সভাপতি সাইদুর রহমান সাইদ, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন, মো. সারোয়ার হোসেন প্রমুখ।

১৯৮২ সালে বাংলাদেশে তৎকালীন সামরিক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শিক্ষামন্ত্রী ড. মজিদ খানের ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে বছর ১৭ সেপ্টেম্বর ওই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে একমত হয় ছাত্র সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছিল ওই শিক্ষানীতির বিরুদ্ধে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার শিক্ষার্থীদের পূর্বঘোষিত একটি কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ ওই সমাবেশ ডাকে। ১৪ ফেব্রুয়ারিতে স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান, অবশেষে নির্বিচারে গুলি চালায়। এতে লুটিয়ে পড়েন দিপালী সাহা, জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। সেদিন পুলিশের গুলিতে অর্ধশতাধিক নিহত হন বলে ধারণা করা হয়। কিন্তু শুধু দুজনের মৃতদেহ পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাকি মৃতদেহ গুম করে ফেলে বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com