রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে: আমান

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ’লীগ সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে: আমান

বর্তমান ক্ষমতাসীন সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সোমবার ভাসানী ভবনে জাসাস ঢাকা মহানগর উত্তরের এক কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ‘বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, উত্তরা পূর্ব থানার’ এই যৌথ কর্মী সম্মেলনের আয়োজন করে জাসাস ঢাকা মহানগর উত্তর।

কর্মী সম্মেলনে আমান বলেন, ‘এই সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। হত্যার ও ভয়ভীতি দেখিয়ে ২০১৮ সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় যেতে চায়।’

আসল খেলা হবে ডিসেম্বরের নির্বাচনে- আওয়্মী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে আমান উল্লাহ আমান বলেন, ‘আসল খেলায় যদি যেতে চান তাহলে নিরপেক্ষ রেফারি লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেফারি রেখে খেলতে চান। কিন্তু শেখ হাসিনা তো নিরপেক্ষ রেফারি না। আমরা এই রেফারি মানি না এবং জনগণও মানে না। তাই ১০ দফার দাবি উত্থাপন করা করা হয়েছে। এই দাবির প্রথম দফা, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নিরপোক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের আয়োজন করতে হবে। এরপরে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘নিরপেক্ষ রেফারি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, সেই নির্বাচন হতেও দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আবারও এই সরকার ক্ষমতায় আসতে চায়। এভাবে নির্যাতন-নিপীড়ন করতে চায়। আর যখন মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তখন তারা গুলি করছে।’

জাসাস নেতৃবৃন্দদের উদ্দেশ্যে করে আমান বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ছেড়ে বিজাতীয় সংস্কৃতি পরিহার করে জাসাস দেশের সংস্কৃতি সামনে এগিয়ে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের লক্ষ্য পূরণ করবে। আর সেই লক্ষ্যে জাসাস এগিয়েও যাচ্ছে।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, ‘দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা কি আন্দোলন শুরু করলাম। চাল, ডাল, তেল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য। কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আর এই জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের ভোট নির্বাচিত সরকার নয়। অলিতে গলিতে স্বর উঠেছে। এই সরকার ভোট ডাকাতি করেছে। আর ভোট ডাকাতি যারা করে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না।’

সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এই অবৈধ সরকারের পতন ঘটানোর লক্ষ্যে দিনে ১৭ থেকে ১৮ ঘণ্টা দলকে সুসংগঠিতভাবে গড়তে কাজ করছেন। তাই আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকারের পতন ঘটাবো, ইনশাআল্লাহ।’

বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। তাই বিএনপির সঙ্গে বাংলাদেশের মানুষ প্রতিটি কর্মসূচিতে সহমত পোষণ করছে। কার জনগণের বিষয়ে এই সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা উন্নয়নের নিজেদের উন্নয়ন করছে। এ দেশের মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।’

অবৈধ আওয়ামী লীগ সরকারের অধিনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আমিনুল হক বলেন, ‘এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই সরকারের পতন না করা পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে যাবো না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, জাবেদ আহমেদ কিসলু, মো. হাবিবুর রহমান জসিম, সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com