রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্প ফিরে পেলেন ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোনাল্ড ট্রাম্প ফিরে পেলেন ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে পেলেন ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা করার ঘটনায় বিক্ষুব্ধ উগ্রপন্থীদের উসকে দিতে সোশাল মিডিয়া ব্যবহার করেন তিনি।  এ অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার একাউন্ট বন্ধ করে দেয় এই তিন প্রতিষ্ঠান। অবশেষে দুই বছরের কয়েক সপ্তাহ পরে তিনি ফিরে পান ফেসবুক ও ইন্সাগ্রাম একাউন্ট। এর আগেই তিনি ফিরে পান তার বিখ্যাত টুইটার একাউন্ট। যে একাউন্ট থেকে তিনি প্রেসিডেন্ট থাকাকালে অনেক রাষ্ট্রীয় নির্দেশনা প্রদান করতেন। ফেসবুক ও ইন্সটাগ্রাম একাউন্ট ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন এই কোম্পানির মুখপাত্র বৃহস্পতিবার।

 ফেসবুক ২০২১ সালের ৮ জানুয়ারি ট্রাম্পের ফেসবুক একাউন্ট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল অনির্দিষ্ট সময়ের জন্য। তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন। একজন দায়িত্বে থাকা প্রেসিডেন্টের একাউন্ট নিষিদ্ধ করে সকলকে হতবাক করেছিল ফেসবুকের মার্ক জাকারবার্গ। দুই বছর পর সেই একাউন্ট ফিরিয়ে দেয়া হলো।

 

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com