
আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 111 বার পঠিত | পড়ুন মিনিটে
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা সোমবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রথমবারের মতো সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসেছে এ মেলা। এতে বাংলাদেশের ৪৩টি প্রকাশনী অংশ নিয়েছে। এ ছাড়া তৈরি করা হয়েছে ৩ হাজার স্কয়ার ফুটের বাংলাদেশ প্যাভিলিয়ন।
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার ‘থিম কান্ট্রি’ স্পেন। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর। এ ছাড়া সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন রায়, অরূপ রায়, শান্তনু সেনসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলা উদ্বোধনের পর মমতা বলেন, বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল। তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, কম্পিউটারে অনেক কিছু শেখা যায়। কিন্তু বইমেলায় আসুন। ঘুরে দেখুন।
আগামীকাল মঙ্গলবার থেকে মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সরেজমিনে দেখা যায়, মেলায় অনেক প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন নির্মাণ শেষ পর্যায়ে। বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরির কাজও প্রায় শেষ। আজ বিকেলে প্যাভিলিয়ন উদ্বোধন করবেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।
গত বছর কলকাতা বইমেলার ‘থিম কান্ট্রি’ ছিল বাংলাদেশ। এ পর্যন্ত তিনবার এ গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এ বছর মেলায় অংশ নিচ্ছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, কিউবা, থাইল্যান্ডসহ ২০টি দেশ। অন্য বছরগুলোয় গড়ে ৫০০ প্রকাশনা সংস্থা অংশ নিলেও এবার রেকর্ডসংখ্যক ৭০০টির বেশি প্রকাশনা অংশ নিয়েছে।
মেলায় বাংলাদেশ দিবস পালিত হবে ৪ ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশ থেকে যোগ দেবেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
Posted ৪:১০ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter