শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   14 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে পড়ল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গাড়ি। গতকাল শুক্রবার আশুগঞ্জ এলাকায় মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হতে তাঁর লেগেছে দুই ঘণ্টা।

সূত্র জানায়, সরকারি সফরে উপদেষ্টা হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট ছিল। সড়ক উন্নয়ন কাজের ধীরগতি, খানাখন্দ এবং অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতিদিনই সেখানে যানজট হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

গণশিক্ষা উপদেষ্টা সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছান। বিশ্রাম শেষে সরকারি প্রটোকলসহ বেলা ১১টার দিকে হবিগঞ্জের উদ্দেশে ভৈরব ত্যাগ করেন। এ সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর পর্যন্ত সিলেট অভিমুখী সড়কে ২৫ কিলোমিটার যানজট ছিল। জানা গেছে, উপদেষ্টার গাড়ি বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে প্রবেশ করে। দুপুর দেড়টার দিকে গাড়িটি এক কিলোমিটার দীর্ঘ সেতুর আশুগঞ্জ প্রান্তে পৌঁছে।

বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ থেকে সরাইলের কুট্টাপাড়া পর্যন্ত যানজট ছিল। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছিল হাইওয়ে পুলিশ। রাত ১০টার মধ্যে যানজট একেবারে নিরসন করা না গেলে গভীর রাতে তা আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

যানজটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টার গাড়িতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যানজটের বাস্তবতা ও মহাসড়কের সার্বিক অবস্থা উপদেষ্টা অবগত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে এক লেন। এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। মহাসড়কে অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক। এসব কারণে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

মাসুদ রানা নামে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে আসা এক যাত্রী জানান, বেশ কয়েকজন বন্ধুসহ তারা শ্রীমঙ্গল বেড়াতে যাচ্ছেন। রাত সাড়ে ১২টায় তারা একটি বাসে ওঠেন। সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ পৌঁছেন। বেলা সাড়ে ১১টায় বাস থেকে নেমে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে পরিবার নিয়ে কুমিল্লা বেড়াতে যাওয়ার উদ্দেশে মাইক্রোবাস ভাড়া করে সকালে রওনা হন দুলাল মিয়া। দুপুর ২টা পার হলেও তারা আশুগঞ্জ অতিক্রম করতে পারেননি। তাঁর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জীবনে আর বেড়ানোর নাম নেব না।’

এ ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, মহাসড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিছু চালকের অসচেতনতা ও মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহনের কারণে প্রায়ই যানজট হচ্ছে। হাইওয়ে এবং জেলা পুলিশ যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে। বিকেল সাড়ে ৫টায় তিনি আরও জানান, আশুগঞ্জ থেকে সরাইল কুট্টাপাড়া পর্যন্ত এখনও যানজট রয়েছে। যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে। রাত ১০টা নাগাদ পুরোপুরি যানজট নিরসন করা সম্ভব না হলে নাইটকোচ ও পণ্যবাহী ট্রাকের চাপে তা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পিএম (প্যাকেজ-১) শামীম আহমেদ বলেন, ‘মহাসড়কের কিছু জায়গা নতুন করে নির্মাণ হয়নি। এসব স্থানে সড়কের বেইজ (ভিত্তি) নেই। তাই মেরামতকাজ টেকসই হচ্ছে না। তবে আজ (গতকাল) সরাইল অংশের বেশ কয়েক স্থানে ইট ফেলে মেরামত করা হয়েছে। আগামীকাল (আজ) আশুগঞ্জ অংশে মেরামত কাজ হবে। বৃষ্টি থেমে গেলে যানজট কমবে।’

তিনি আরও বলেন, প্রকল্পের কিছু সমস্যা নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। সমস্যা মিটে গেলে দ্রুত কাজ শুরু হবে।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com