রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেপাল-চীন সীমান্তে বন্যায় ৮ জনের মৃত্যু, নিখোঁজ ৩১

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপাল-চীন সীমান্তে বন্যায় ৮ জনের মৃত্যু, নিখোঁজ ৩১

নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি নদীতে ব্যাপক বন্যায় গত ২৪ ঘণ্টায় নেপাল সীমান্ত এলাকা থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৩১ জন।

এই ৩১ জনের মধ্যে ২০ জন নেপালি ও ১১ জন চীনা নাগরিক আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ভোতে কোশি এবং তার আশপাশের এলাকা গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের কোনো ঘটনা ঘটেনি। দুই দেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং এতে সেখানে হিমবাহ থেকে সৃষ্ট একটি হ্রদের পানি বেড়ে যাওয়া এই বন্যা দেখা দিয়েছে।

ভোতে কোশি নদীর ওপর একটি সেতু ছিল। ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামের সেতুটি ছিল দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচল এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট। গতকাল বন্যার পানির স্রোতে সেতুটি ভেসে গেছে।

নেপালের চীন সীমান্তবর্তী জেলা রাসুয়া’র জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল জানিয়েছে, “বন্যায় ইতোমধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি।”

বন্যায় প্লাবিত এলাকায় উদ্ধার তৎপরতার জন্য দুর্যোগ মোকাবিলা বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ টিম করেছে কাঠমান্ডু। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, গত ২৪ ঘণ্টায় আটজনের মৃতদেহ এবং ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নেপালে যে ২০ জন নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে ৬ জন চীনা নাগরিকও আছেন। নেপালে ভোতে কোশি নদীর কাছাকাছি একটি কন্টেইনার ডিপো তৈরি করেছে চীন। সেই ডিপোতে কাজ করতেন এই চীনারা। বন্যায় ডিপোতে থাকা কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে।

Facebook Comments Box

Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com