রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   6 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি

সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থান নেন। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার রাজুতে অবস্থানের ঘোষণা দেন তারা।

শুক্রবার বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবস্থানকালে আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা বিসিএস পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর প্রকাশের দাবিও জানান।

আন্দোলনের অন্যতম সংগঠক বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, দীর্ঘদিন ধরেই পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। আজকের কর্মসূচির মধ্য দিয়ে সেই দাবি আরও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।

পুলিশের হামলার অভিযোগ তুলে আন্দোলনকারীরা পরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা দাবি করেন, শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করে, ফলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। তারা সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা ঘোষণা দেন, পিএসসি সংস্কার আন্দোলনের ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজু ভাস্কর্যে দিনরাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com