আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 112 বার পঠিত | পড়ুন মিনিটে
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর: দ্য গার্ডিয়ানের।
শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ লকডাউন ঘোষণা করা হয়েছে। উত্তর কোরিয়া সরকারের একটি নোটিসের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সিওলভিত্তিক এন কে নিউজ এসব তথ্য নিশ্চিত করেছে। তবে ওই নোটিসে করোনাভাইরাসের কথা উল্লেখ করা হয়নি।
আগামী রোববার পর্যন্ত লকডাউন চলাকালে পিয়ংইয়ংবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে এবং প্রতিদিন নিজেদের শরীরের তাপমাত্রা চেক করার নির্দেশও দেওয়া হয়েছে।
আকস্মিক লকডাউনের ঘোষণায় উত্তর কোরিয়ার রাজধানীবাসীকে জরুরি জিনিসপত্র সংগ্রহে তড়িঘড়ি করতে দেখা গেছে বলে জানায় এন কে নিউজ। তবে উত্তর কোরিয়ার অন্য কোথাও লকডাউন দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter