শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন পণ্যে বিনা শুল্কের শর্তে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন পণ্যে বিনা শুল্কের শর্তে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি

মার্কিন পণ্যের ওপর বিনা শুল্কের শর্তে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, এখন থেকে ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যে যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করবে।

এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্কনীতির আওতায় এসব পণ্যে ৪৬ শতাংশ শুল্ক বসানোর কথা ছিল, যা কার্যকর হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, এখন থেকে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ব্যাখ্যা করে বলেন, যদি অন্য কোনো দেশ তাদের পণ্য ভিয়েতনামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠায়, তাহলে সেসব পণ্যে ৪০ শতাংশ শুল্ক আরোপ হবে।

তবে নতুন চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। অর্থাৎ, মার্কিন পণ্য ভিয়েতনামের বাজারে শূন্য শুল্কে প্রবেশ করবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ভিয়েতনাম এমন কিছু করতে যাচ্ছে, যা তারা আগে কখনো করেনি। তারা আমাদের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দেবে।

তবে চুক্তিটি চূড়ান্ত হয়েছে কি না বা ভিয়েতনাম এই শর্তে সম্মত হয়েছে কি না—তা এখনো পরিষ্কার নয়। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এটিকে ‘একটি কাঠামোগত চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।

ফোনালাপে তো লাম যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন, তারা যেন ভিয়েতনামকে একটি ‘বাজার অর্থনীতি’ হিসেবে স্বীকৃতি দেয় এবং নির্দিষ্ট উচ্চপ্রযুক্তি পণ্যের ওপর রপ্তানি সীমা তুলে নেয়।

ট্রাম্প এই চুক্তিকে ‘গ্রেট ডিল অব কো-অপারেশন’ আখ্যা দিয়েছেন। এর আওতায় যুক্তরাষ্ট্র ‘ট্রান্স-শিপমেন্ট’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে আসা পণ্যে ৪০ শতাংশ শুল্ক আরোপ করবে।

ভিয়েতনাম বর্তমানে নাইকি, অ্যাপল, গ্যাপ এবং লুলুলেমন-এর মতো বড় ব্র্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। চীনে ট্রাম্পের প্রথম দফার শুল্ক আরোপের পর অনেক কোম্পানি তাদের কারখানা ভিয়েতনামে সরিয়ে নেয়।

ভিয়েতনামের বড় রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কম্পিউটার ও ইলেকট্রনিক্স, পোশাক এবং আসবাবপত্র। যদিও এসব ক্ষেত্রে চীন এখনো শীর্ষ অবস্থানে, তবে দ্রুত এগিয়ে আসছে ভিয়েতনাম।

এই চুক্তির ঘোষণার পর ভিয়েতনামে উৎপাদন-নির্ভর বেশ কয়েকটি মার্কিন কোম্পানির শেয়ারদর বেড়ে যায়। নাইকি এবং কলাম্বিয়া স্পোর্টসওয়্যারের শেয়ারদর যথাক্রমে ৪ দশমিক ২ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। লুলুলেমন এবং ভিএফ করপোরেশনও ইতিবাচক প্রবণতা দেখায়।

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com