শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি ড্যাবের

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি ড্যাবের

প্রায় দেড়মাস ধরে কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কারাগারে গুরুতর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

ড্যাব নেতৃদ্বয় আজ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘রুহুল কবির রিজভী একজন সুপরিচিত রাজনীতিবিদ। তিনি গত ৭ ডিসেম্বর থেকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি আছেন। গত সোমবার তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব এবং বমি করেন। এমতাবস্থায় তার জীবনে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই তিনি নানা রোগে আক্রান্ত।’

তারা বলেন, “আমরা জেনেছি যে, রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী কারাগারে গেলে তাকে তার স্বামীর সাথে দেখা করতে দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি, রিজভীর সঙ্গেও দেখা করতে দেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বলেন, ‘রিজভী সাহেব ভালো আছেন। তাকে চিকিৎসকরা দেখাশোনা করছেন। আপনি চলে যান।’ একজন অসুস্থ ব্যক্তির স্ত্রীকেও দেখা করতে না দেওয়াটা চরম অমানবিক।”

ড্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, ‘রুহুল কবির রিজভী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তার মতো সজ্জন রাজনীতিবিদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাচ্ছি। অন্যথায় রিজভীর কিছু হলে দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com