শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে মার্কিন হামলা ‘অপারেশন মিডনাইট হ্যামার’, ব্যবহার বি-২ বোমারু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে মার্কিন হামলা ‘অপারেশন মিডনাইট হ্যামার’, ব্যবহার বি-২ বোমারু

‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, ‘ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টা ফ্লাই শেষে সেটি লক্ষ্যস্থানে আঘাত হানে।’

আজ রোববার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেইন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেইন জানান- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।’

মার্কিন এই জেনারেল আরও বলেন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি। মনে হচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্ত করতে পারেনি।’

ইসরায়েল ১৩ জুন ভোর রাতে ইরানে হামলা করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও উর্দ্ধতন সামরিক কর্মকাতা নিহত হন। এর জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে।

Facebook Comments Box

Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com