শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ইরান থেকে ফেরানোর প্রক্রিয়া শুরু

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশিদের ইরান থেকে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেহরান থেকে ১০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা মোট ১০০ বাংলাদেশির তালিকা প্রস্তুত করে দ্রুততার সঙ্গে তাদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কথা হয়েছে। দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরাপদ স্থানে চলে গেছেন। তারা ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তা সেখানে হতাহত হননি। প্রবাসী কর্মকর্তা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে। দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়ার অংশ তুরস্ক হতে পারে, পাকিস্তানও হতে পারে। যেখানে সব দিক থেকে সুবিধা হবে, সেখান থেকেই ব্যবস্থা (ফেরানোর) আমরা করব।’

নজরুল ইসলাম বলেন, ‘তেহরানে ৪০০ জনের মতো বাংলাদেশি ছিলেন। এ পর্যন্ত আমাদের সঙ্গে ১০০ জনের মতো যোগাযোগ করেছেন। আমরা যেহেতু হটলাইন চালু করেছি, সে কারণে হয়তো এই সংখ্যা আরও বাড়বে। বর্তমানে তেহরানে ইন্টারনেট বন্ধ আছে, তবে টেলিফোনে যোগাযোগ চালু। অন্যদের তথ্য আমাদের কাছে নেই। তবে যেহেতু হটলাইন চালু আছে, তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সহায়তার দরকার হলে আমরা দেব। এমনকি তেহরানের বাইরে অন্যান্য শহরে যারা আছেন, বিশেষ করে বন্দর আব্বাসে যেসব বাংলাদেশি আছেন, তারা যদি ভবিষ্যতে সহায়তা চান, তাদেরও সহায়তা দেওয়া হবে। যদিও সেখানে (বন্দর আব্বাস) তারা এখনও যুদ্ধাক্রান্ত হননি। তাদের সংখ্যা প্রায় ২ হাজার।’

ইরানে অর্থ পাঠানোর জটিলতা নিয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘ইরানে টাকা পাঠাতে জটিলতা আছে। আমাদের দূতাবাসে কিছু টাকা আছে, আর আমাদের একজন অফিসার ইরান যাচ্ছেন। তাঁর মাধ্যমেও টাকা পাঠানো হবে। কিছু বন্ধুপ্রতিম দেশের কাছ থেকেও সহায়তা নেব।’

সর্বশেষ পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম বলেন, ১০০ জনের মতো একটি তালিকা হালনাগাদ হচ্ছে। তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, তার প্রক্রিয়া শুরু হয়েছে। যখন একটি নিরাপদ দেশে নেওয়া হবে, তখন সেখান থেকে বিমানযোগে ফেরানো হবে।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com