সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় গণ‌ফোরাম-সি‌পি‌বির সংলাপ থে‌কে ওয়াক আউট

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় গণ‌ফোরাম-সি‌পি‌বির সংলাপ থে‌কে ওয়াক আউট

জামায়াতে ইসলামী‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় জাতীয় ঐকমত্য ক‌মিশ‌নের সংলা‌প থে‌কে ওয়াক আউট ক‌রে বাংলা‌দে‌শের ক‌মিউ‌নিস্ট পা‌টি (সি‌পি‌বি) ও গণ‌ফোরাম। অবশ্য মি‌নিট দ‌শেক পর দলগু‌লো আবার সংলা‌পে ফি‌রে যায়।

রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টায় ‌দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দি‌নের আলোচনা শুরু হয়। মধ্যাহ্ন বির‌তির পর বেলা পৌ‌নে তিনটায় আবার সংলা‌প শুরু হয়। এক ঘণ্টা পর সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স, গণ‌ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বে‌রি‌য়ে আসেন।

রু‌হিন হো‌সেন প্রিন্স নীচতলায় নে‌মে বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আমা‌দের একজন বক্তব্য দি‌তে গে‌লেও বাধাগ্রস্ত করা হ‌চ্ছে। আমরা প্রতিবাদ জানা‌লে, ক‌মিশন তা নোট ক‌রে। তাই আবার সংলা‌পে ফি‌রে যা‌চ্ছি।’

এর আগে গণ‌ফোরাম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘ঐকমত্য ক‌মিশন নির‌পেক্ষতা হা‌রি‌য়ে‌ছে। তারা নির‌পেক্ষ না হ‌লে ক‌মিশন সংলা‌পে ফির‌বে না।’

সি‌পি‌বি এবং গণ‌ফোরাম নেতা‌দের সংলা‌পে ফি‌রি‌য়ে নি‌তে নে‌মে আসেন ঐকমত্য ক‌মিশ‌নের সদস্য ব‌দিউল আলম মজুমদার, প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকারী ম‌নির হায়দার। ছি‌লেন বিএন‌পির সমমনা দল বাংলা‌দেশ এল‌ডি‌পির মহা‌স‌চিব ও ১২ দলীয় জো‌টের মুখপাত্র শাহদাত হো‌সেন সে‌লিম, জাতীয় দ‌লের চেয়ারম্যান ‌সৈয়দ এহছান হুদা।

শাহাদাত সে‌লিম ব‌লেন, উনাদের জামায়াত ব‌লে‌ছেন, আপনারা তো ১০ জ‌ন মানু‌ষের প্রতি‌নিধিত্বও ক‌রেন না। আমরা কতজ‌নের প্রতি‌নি‌ধিত্ব ক‌রি। সে‌লিম আরও জানান, তি‌নি ওয়াক আউট ক‌রেন‌নি। সম‌ঝোতা ক‌রে‌ছেন।

এরপর দলগু‌লো সংলা‌পে ফি‌রে যায়।

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com