শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   25 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র ও দেশটিতে বসবাসরত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, গত ৬ জুন ভারতে যান জয়। পরদিন ছিল ঈদুল আজহা। মায়ের সঙ্গেই ঈদ উদযাপন করেছেন তিনি। খবর বিবিসি বাংলার।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তাঁর ছেলের দেখা হলো। জয় যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর বাংলাদেশি পাসপোর্ট ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে। তারপর তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। এর পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল।

ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে মাস কয়েক পরে জয়ের ভারতে আসার কথা ছিল। সেই সফর এগিয়ে ৬ জুন দিল্লিতে যান তিনি। বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাঁকে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন, সেখানে।

ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের সূত্র।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে কিনা, সেটি নিশ্চিত করা যায়নি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েক নেতা জানিয়েছেন, জয়ের এই ভারত সফর মূলত পারিবারিক। শেখ হাসিনার কাছে এসে তাঁর ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গে রাজনৈতিক আলোচনা করছেন। তবে ভারতে থেকে গিয়ে দলের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার ইচ্ছা নেই জয়ের। কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে যাবেন তিনি।
আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ‘মা-ছেলে কয়েকদিন একসঙ্গেই আছেন। নিশ্চয়ই রাজনৈতিক আলোচনাও হয়েছে কিছু। তবে জয়ের এই সফর বেশির ভাগই পারিবারিক।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com