
আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ০৮ জুন ২০২৫ | প্রিন্ট | 7 বার পঠিত | পড়ুন মিনিটে
পুনরায় অস্থির হয়ে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজ্যটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শনিবার বিকেল থেকেই। খবর এএফপির
বিগত প্রায় দুই বছর যাবত মনিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতি এবং মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি জনগোষ্ঠীর মাঝে নিয়মিত সংঘর্ষ হয়ে আসছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৫০ মানুষ।
শনিবার মেইতি গোষ্ঠীর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাঝে ছিল কমান্ডার আরামবাই টেংগোল। গ্রেপ্তারের খবর প্রচার হওয়ার পর অস্থিরতা ছড়িয়ে পড়ে। তাদের মুক্তির দাবীতে বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, একটি বাসে আগুন ধরিয়ে দেয়, এবং মণিপুরের রাজধানী ইম্ফলের কিছু এলাকায় রাস্তা আটকে দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে মণিপুরের পুলিশ পাঁচটি জেলায় কারফিউ জারি করে। এসব জেলার মাঝে রয়েছে ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
Posted ১:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫
nykagoj.com | Stuff Reporter