রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোলাকিয়ার ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শোলাকিয়ার ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল ৯টায়। আজ বুধবার সকালে শোলাকিয়া ঈদগায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এবারের ১৯৮তম জামাতে ইমামতি করবেন মুফতি বড় বাজার জামে মসজিদের খতিব আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জেলা প্রশাসক ছাড়াও ঈদগায় প্রেস ব্রিফিং করেছেন ঢাকা ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজেম উদ্দীন ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।

জেলা প্রশাসক ফৌজিয়া খানা জানিয়েছেন, ঈদগার প্রস্তুতি প্রায় শেষ। এই ঈদেও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরবে থেকে কিশোরগঞ্জে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি ঈদ স্পেশাল ট্রেন আসবে। জামাত শেষে মুসল্লিদের নিয়ে ট্রেন দু’টি আবার গন্তব্যে ফিরে যাবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প ও ফায়ার সার্ভিস টিম মোতায়েন থাকবে।

পুলিশ সুপার কাজেম উদ্দীন বলেছেন, ঈদ উপলক্ষে ৬ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। স্থাপন করা হবে কন্ট্রোল রুম।

র‌্যাব কমান্ডার আশরাফুল কবির জানিয়েছেন, ঈদের দিন ৬০-৭০ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকেও মোতায়েন থাকবে। পুরো এলাকায় গোয়েন্দা নজরদারি করা হবে। র‌্যাবের পক্ষ থেকেও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। থাকবে দু’টি ওয়াচ টাওয়ার।

তিনি বলেন, গত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছিল সুন্দর আবহাওয়ায়। এবার টানা বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হয়ে আছে। বৃষ্টি অব্যাহত থাকলে মুসল্লিদের এই কাদা-পানি মাড়িয়েই জামাতে অংশ নিতে হবে। অবশ্য এর আগেও লাখ লাখ মুসল্লি মুষলধারে বৃষ্টির মধ্যে এই ঈদগায় নামাজ আদায় করেছেন। ঈদুল ফিতরের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি আসলেও কোরবানির ব্যস্ততার কারণে ঈদুল আজহার জামাতে সবসময়ই মুসল্লি কম আসেন।

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com