রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিফ প্রসিকিউটর অফিসে গুমের অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিফ প্রসিকিউটর অফিসে গুমের অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমদ

গুম হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগ দাখিল করেন তিনি।

শেখ হাসিনা ছাড়াও আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, এ কে এম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

এছাড়া আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে অভিযোগটি গ্রহণ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অভিযোগ দাখিলের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় বিএনপির সমর্থন রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ট্রাইব্যুনালের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

এ সময় নিজের গুম হওয়া ছাড়াও বিএনপি নেতাকর্মীসহ অন্য যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

এ সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com