রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

চার দিনের জাপান সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছার কথা।

সরকারপ্রধান তাঁর সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাসহ জনা বিশেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগ দেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাপান সফরের তৃতীয় দিন শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া একই দিন বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা-সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বাংলাদেশের সঙ্গে ১০৬ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে জাপান। এ ছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর-সংক্রান্ত চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ।

ঋণচুক্তির অধীনে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে টোকিও। এর মধ্যে ৪১ কোটি ৮০ লাখ ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ। এগুলো বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর জন্য বরাদ্দ করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান। এ ছাড়া টোকিও ৬৪ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল রেললাইন হিসেবে উন্নীত করা এবং আরও ৪২ লাখ ডলার অনুদান দেবে স্কলারশিপের জন্য।

উভয় সরকারপ্রধানের বৈঠকের পর জাপান-বাংলাদেশ যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সংস্কার উদ্যোগ ও বাংলাদেশে শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টার জন্য ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে দু’জন শান্তি, স্থিতিশীলতা ও ভাগ করে নেওয়া সমৃদ্ধি নিশ্চিত করতে একটি মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানান। এতে বলা হয়, জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের অধীনে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল নৌকা দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।

বৈঠকে ড. ইউনূস জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে, বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগসহ বিগ-বি উদ্যোগের আওতাধীন প্রকল্পের আওতায় বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৭:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com