রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা জাপানের

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   36 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. ইউনূসের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা জাপানের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে বুধবার ভোরে জাপান যাচ্ছেন। সফরকালে নিক্কিই ফোরামে যোগ দেওয়া ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে টোকিও। সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২৮-৩১ মে সরকারি সফরে জাপান সফর করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও নিক্কিই ফোরাম ৩০তম ‘এশিয়ার ভবিষ্যত’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর নেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. রুহুল আলম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সর্বমোট সাতটি সমঝোতা স্মারক সই হবে। সমঝোতাগুলো হচ্ছে- প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওনডা এবং নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা।

তিনি জানান, এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণে একচেঞ্জ অফ নোটস সই হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। টোকিওর কাছে ১০০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছে ঢাকা।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com