রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না: জামায়াত আমির

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না: জামায়াত আমির

রাখাইনে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে না করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, করিডর ও বন্দর বিষয়ে আমরা না বলেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না। দেশের স্বার্থ যেখানে বিক্রি হবে, সেখানে নো। নির্বাচিত সরকারের যদি এ ধরনের কোনো ইস্যু থাকে তাহলে পার্লামেন্ট সেই সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ডা. শফিকুর বলেন, চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে নিতে হবে। সরকারে যারা যায় তারা কি শ্রমিকদের ভোট নেন না। যদি নিয়ে থাকেন তাদেরকেও অন্যান্য নাগরিকদের মতো সমান সুযোগ দিতে হবে। চা-শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

কুলাউড়া উপজেলা জামায়াত আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মাওলানা ফখরুল ইসলাম, রাজধানীর পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে জামায়াত আমির ব্রাহ্মণবাজারে এক নারী সমাবেশে অংশ নেন। আর মতবিনিময় শেষ দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে যোগ দেন তিনি।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com