রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি-অবরোধে ঢাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   38 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টি-অবরোধে ঢাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষরা।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলও একই সময় সকাল ১০টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, তাদের নেতা সাম্যর হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা চলায় তারা এ কর্মসূচি ডেকেছে। এই দুটি এলাকাতে বর্তমানে যানজটে বিপর্যস্ত নগরবাসী।

এর ভেতর টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাটা সিগন্যাল এলাকায় যানজটে আটকে থাকা সাংবাদিক ওবায়দুর রহমান জানান, বৃষ্টিতে নিউমার্কেট, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। আশপাশের বিপনীবিতানগুলোতেও পানি ঢুকেছে। তবে জলাবদ্ধতার কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বাটা সিগন্যালে গিয়ে বাস চালকরা সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন।

উত্তরা থেকে গুলিস্তানগামী এক বাসচালক বলেন, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গেছে। একই স্থানে ১ ঘণ্টা ধরে আটকে আছি। এমন অবস্থা হলে সারাদিনেও গুলিস্তানে পৌঁছাতে পারব না।

আজিমপুর নিবাসী হাসান নামে এক ব্যবসায়ী বলেন, ব্যবসার কাজের জন্য জরুরি ভিত্তিতে মতিঝিল যাওয়ার দরকার ছিল। দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়েছিল কিন্তু মৎস্য ভবন এলাকায় আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।

গুগল ম্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম গ্রুপ ট্রাফিক অ্যালার্টের মাধ্যমে জানা যায়, অবরোধ আর বৃষ্টির কারণে সৃষ্ট যানজট এখন রাজধানীর মগবাজার, কারওয়ানবাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মহাখালীসহ আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com