রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

দাবি আদায়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ডাক দিয়েছেন। সম্প্রতি হাইকোর্টে ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির রায় স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই রায় সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা জানান, আজ হাইকোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে। এই শুনানিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মাঠে নেমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের প্রাথমিক কাজ মূলত ল্যাব পরিচালনায় সহায়তা ও প্র্যাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ। তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পর্যায়ের, যা দিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদান করা অযৌক্তিক ও অযোগ্যতা প্রমাণ করে। শিক্ষকের পদে পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড থাকা উচিত।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে কেবল পিএসসি কর্তৃক নির্বাচিত ডিপ্লোমা ডিগ্রিধারীরাই নিয়োগ পাওয়ার কথা। এই নিয়ম লঙ্ঘন করে ভিন্ন কোনো প্রক্রিয়ায় পদোন্নতির সুযোগ তৈরি হলে তা শিক্ষার মান ও স্বচ্ছতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, হাইকোর্ট শিক্ষার্থীদের অবস্থান বিবেচনায় এনে আজ মামলাটি বাতিল করবেন এবং কারিগরি শিক্ষায় গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখবেন।

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com