
জাতীয় ডেস্ক | বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট | 21 বার পঠিত | পড়ুন মিনিটে
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মোড়টিতে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়।
শাহবাগ মোড় অবরোধের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
nykagoj.com | Stuff Reporter