
রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত | পড়ুন মিনিটে
ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশের অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দুই দেশের এমন হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট তারেক রহমান এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে উত্তেজনা বিরাজ করছে। যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে নয়াদিল্লি। এর বদলা নিতে হুমকি-ধমকির একপর্যায়ে বুধবার রাতে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত হন আরও অনেকে। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে ১৫ ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
nykagoj.com | Stuff Reporter