রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের শব্দদূষণের শহরে  শীর্ষে ঢাকা : জাতিসংঘ রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের শব্দদূষণের শহরে  শীর্ষে ঢাকা : জাতিসংঘ রিপোর্ট

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি সাম্প্রতিক বিশ্লেষণ বিশ্বব্যাপী ‘শব্দ দূষণের হটস্পটগুলো’ নিয়ে আলোকপাত করা হয়েছে। এতে উঠে এসেছে, বিশ্বের দশটি কোলাহলপূর্ণ শহরের নাম। এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের ব্যস্ত রাজধানী ঢাকা, যেখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ১১৯ ডেসিবেল (ডিবি)।

 

দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক তথ্য এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তালিকায় ঠিক পরেই রয়েছে ভারতের মোরাদাবাদ, যেখানে শব্দের মাত্রা ১১৪ ডিবি।এই তালিকায় বাংলাদেশের আরও শহরের নাম উঠে এসেছে। রাজশাহী শহর ১০৩ ডিবি নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এছাড়া তালিকায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ১০৫ ডিবি নিয়ে তিন নম্বরে রয়েছে। ভিয়েতনামের হো চি মিন সিটি এবং নাইজেরিয়ার ইবাদান, উভয়ই উচ্চমাত্রার শব্দ দূষণের সম্মুখীন। এসব শহরে যথাক্রমে ১০৩ ডিবি এবং ১০১ ডিবি রেকর্ড করা হয়েছে।

 

এছাড়া নেপালের কুপন্ডোল এবং আলজেরিয়ার আলজিয়ার্স, উভয়ই ১০০ ডিবি শব্দের মাত্রা রেকর্ড করেছে। তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিও রয়েছে, যেখানে শব্দের মাত্রা ৯৫ ডিবি।

 

এই তথ্য অনেক শহুরে কেন্দ্রে শব্দ দূষণের উল্লেখযোগ্য চ্যালেঞ্জকে তুলে ধরে এবং বাসিন্দাদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর এর প্রভাব কমানোর জন্য কার্যকর কৌশলের প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়। এই ফলাফলগুলো ঐতিহ্যগত দূষণকারীদের বাইরেও পরিবেশগত উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করে।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com