
জাতীয় ডেস্ক | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত | পড়ুন মিনিটে
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ না করেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় আন্দোলনে নেমেছেন প্রার্থীরা। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সন্ধ্যায় তারা ‘মার্চ টু যমুনা’ শুরু করেন। প্রার্থীরা পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সালেহিন নামে একজন জানান, পিএসসির সঙ্গে আলোচনা করে কোনো সুরাহা হয়নি। কমিশন বলছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তা ঝুঁকির কারণে তা পেছানো যাবে না।
গত রোববার কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। তবে যারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত উভয় পরীক্ষার প্রার্থী, তাদের ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এই স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা একাধিকবার স্থগিত হয়েছে। প্রথম দফা মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে তা দু’বার স্থগিত হয়। এই বিসিএসে প্রায় ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৩ হাজার ৯৩০ জন। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফল জুন মাসে প্রকাশ করা হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিয়েছিলেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রথম ধাপে ১০ হাজার ৬৩৮ জন এবং পরে আরও ১০ হাজার ৭৫৯ জনকে উত্তীর্ণ করে মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। প্রার্থীদের একটি অংশ বর্তমানে লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
Posted ৪:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
nykagoj.com | Stuff Reporter