শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উড়োজাহাজ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা কম: নেপাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   187 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উড়োজাহাজ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা কম: নেপাল পুলিশ

নেপালের পুলিশ বলছে, পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা কম। তবে এখনো অনুসন্ধান ও উদ্ধারকাজে যুক্ত বিভিন্ন দল দুর্ঘটনাস্থলে রয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রায় আজ সোমবার বিবিসিকে বলেন, কারও বেঁচে থাকার সম্ভাবনা কম। উড়োজাহাজের নিখোঁজ আরোহীদের খোঁজ করছে উদ্ধারকর্মীরা।

গতকাল রোববার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পোখারায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। তবে আজ সকালে তা আবার শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের কয়েকশ সদস্য মোতায়েন রয়েছেন।

উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্যানেল গঠন করেছে নেপাল সরকার। এই প্যানেল ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের তথ্যমতে, গতকাল সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নেপালে আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com