
আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 31 বার পঠিত | পড়ুন মিনিটে
নাটকীয় কায়দায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মৃত স্যামন মাছ দেখিয়ে প্রতিবাদ জানালেন সিনেটর সারা হ্যানসন-ইয়াং। স্থানীয় সময় আজ বুধবার মাছের বাণিজ্যিক খামার সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিরোধিতা জানিয়ে এমন কাণ্ড ঘটান ওই এমপি। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান সিনেটর সারা হ্যানসন-ইয়াং পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্লাস্টিকের ব্যাগে পেঁচানো একটি মৃত স্যামন মাছ তুলে ধরে প্রতিবাদ জানান।
তার দাবি, মাছের খামার সংক্রান্ত আইনটি বাস্তবায়িত হলে বাণিজ্যিকভাবে মাছ চাষের ফলে পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে তাসমানিয়ার হেরিটেজ খ্যাত ম্যাককোয়ারি হারবার।
অভিযোগ রয়েছে, মাছ চাষের ফলে সৃষ্ট রাসায়নিক বর্জ্য দূষিত করবে সমুদ্রের পানি। বিপন্ন প্রজাতির মাছসহ ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক জীবও।
Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
nykagoj.com | Stuff Reporter