রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অন্যতম ধাপ চব্বিশ: আসিফ মাহমুদ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   32 বার পঠিত   |   পড়ুন মিনিটে

একাত্তরের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অন্যতম ধাপ চব্বিশ: আসিফ মাহমুদ

একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষার যে লড়াই তার অন্যতম ধাপ ছিল চব্বিশ- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, একাত্তরে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার লড়াইয়ের অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা তা অর্জন করেছি। বাংলাদেশের এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। স্বাধীন ভূখণ্ডে আর কখনোই কেউ পরাধীনতা বোধ করবে না।

আজ বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সাল একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মনে করি, ২০২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার যে কনসেপ্ট, তা বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের মাধ্যমে নষ্ট করা হয়েছে। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না মনে করবে- সে স্বাধীন, তার বাক-স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com