রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে আসন রাখা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মঞ্চে আসন রাখা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল হয়েছে। আজ শনিবার নগরীর আরামবাগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকরা এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এনসিপির কিছু নেতাকর্মী। এতে অনেক সাংবাদিক ইফতার না করেই বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক সাত-আট মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চের সামনে আসন রাখা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে তরুণ নেতৃত্বে গড়া দলটির নেতাকর্মীরা বিতর্কে জড়ান। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করেন। এ সময় ভিডিওচিত্র ধারণের চেষ্টা করলে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি এটিকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলেও বর্ণনা করেন। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো কাজ যে করবে, তাদের শক্ত হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।

ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা, জুলাই গণঅভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com