রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   41 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান উপদেষ্টাকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এ সময় সেনাপ্রধান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সফরটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আইএসপিআর আরও জানায়, বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত-সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের সদ্য সমাপ্ত মূল্যায়ন ও সুপারিশ এবং চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের বিষয়ে উচ্চপদস্থ পর্ষদের কাজের অগ্রগতি বিষয়ে ড. ইউনূসকে অবহিত করেন সেনাপ্রধান। সবশেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান তিনি।

প্রধান উপদেষ্টা এ সময় সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com