বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ শেষের ‘লক্ষণ নেই’

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুদ্ধ শেষের ‘লক্ষণ নেই’

ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। যুদ্ধ কিংবা দুর্ভোগ কোনো কিছুরই শেষ দেখা যাচ্ছে না। রোজমেরি শুক্রবার রাষ্ট্রদূতদের এক বৈঠকে এসব কথা বলেন। খবর সিএনএন, আলজাজিরার।

তিনি বলেন, এই যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে আঘাত করেছে। বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকটকে ত্বরান্বিত করেছে।

ডিকার্লো বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ১৮ হাজার ৯৬ বেসামরিক হতাহতের ঘটনা যাচাই করেছে।

এদিকে ইউক্রেনে নতুন করে ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত ইউরোপ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউরোপীয় কিছু দেশ কিয়েভে আধুনিক যুদ্ধট্যাঙ্ক সরবরাহ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বাস দিয়েছে। দেশগুলো হলো ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ড ও ফিনল্যান্ড।

ইউক্রেনের লভিভ শহরে এক অনুষ্ঠানে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেন, পশ্চিমা মিত্র দেশগুলোর পক্ষ থেকে দেওয়া ট্যাঙ্ক শিগগির কিয়েভের সড়কে দেখা যাবে। এগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও একই প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গতকাল শনিবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের ডিনিপ্রোভস্কি জেলায় এ হামলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, কোপিলিভ গ্রামের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং আশপাশের ঘরগুলোর জানালা উড়ে গেছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছেন, কিয়েভ অঞ্চলে ১৮টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর ছাদ ও জানালা বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া রুশ দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আঘাত করেছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠকে ভাষণ দিতে জাতিসংঘে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যান জেলেনস্কি। ইউক্রেনের দাবি, যুদ্ধের এক বছর পূূর্তি উপলক্ষে ব্যাপক হামলার পরিকল্পনা করেছে রাশিয়া।

সোলেদারে ইউক্রেন রুশ নিয়ন্ত্রণ অস্বীকার করেছে। রাশিয়া এর আগে জানায়, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ইউক্রেন জানিয়েছে, কিয়েভ বাহিনী সেখানে ভয়ংকর লড়াইয়ে লিপ্ত।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com