
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে এক সঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কি না, এবিষয়ে চিন্তা করতে বাংলাদেশের ওলামা মাশায়েখদের অনুরোধ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর ইস্কাটন লেডিস্ ক্লাবে বিএনপির পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ারি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এই অনুরোধ করেন।
প্রতিবছরের মতো এবারও প্রথম রমজানে এতিম-ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল করে বিএনপি। ইফতারপূর্ব বক্তব্যে তারেক রহমান বলেন, একজন মুসলমান হিসেবে একটি প্রশ্ন আমার কাছে বারবারই ঘুরপাক খেয়েছে, আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখদের অনুরোধ করব, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, আমরা আলোচনা করে দেখতে পারি কি না- বাংলাদেশের মানুষ সারাবিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারি কি না। বিজ্ঞানের এই যুগে এটি করা সম্ভব কি না, কোন উপায় আছে কি না- এই বিষয়টি আমি আপনাদের চিন্তা করার জন্য অনুরোধ করব।
তিনি বলেন, আমাদের পরিবারসহ আশে-পাশে যারা আছেন- তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দিতে হবে এবং অসৎ কাজে নিৎসারিত করতে হবে। এটি যদি আমরা করতে সক্ষম হই তাহলে আমাদের যে প্রত্যাশিত সমাজ ও দেশ, সেই দেশ ও সমাজ ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ যেনো রহমত দেন, এদেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারি-সেই রহমত যাতে আল্লাহ দেন- তার জন্য আমরা আল্লাহ’র দরবারে হাত তুলে দোয়া চাই।
তারেক রহমান বলেন, রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায়। রমজান সংযম হতে, ধৈর্যশীল হতে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষে পাশে দাঁড়াতে আমাদের শেখায়। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন- আমাদের দাঁয়িত্ব প্রকৃতির যা যা কিছু আছে, সেটির পাশে দাঁড়ানো এবং রক্ষা করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এখন একটা নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম ইদানিং, আমি তা নিয়ে সমালোচনা করবো না। আপনারা সেই দুইটি স্লোগান সম্বন্ধে একটু সাবধান থাকবেন। আজকে পত্রিকায় এসেছে সকালে ওই দেখলাম আমি, আমিও বুঝি না এটার অর্থ কি? আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, আমি এখনো বুঝতে পারি নাই ‘সেকেন্ডে রিপাবলিক’, আপনারা বুঝেছেন কি না জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে, একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন।
ইফতারে ফার্মগেইট ইসলামিয়া মিশন মাদ্রাসা এবং শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার কয়েক‘শ শিশু শিক্ষার্থী অংশ নেয়।
ওলামা-মাশায়েখদের মধ্যে সুবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা ও মিরেশ্বরাই দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব কাজী মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam